নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে যুবদল নেতা ও তাঁর সহযোগীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ব্যবসায়ীর নাম জসীম উদ্দীন (৩৫)। তাঁর স্ত্রী নিশা আক্তারের দাবি, পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে ১০-১২ জন হামলায় অংশ নেন।
জসীম উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীভিত্তিক রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।
জসীমের স্ত্রী নিশা জানান, ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তাঁর সহযোগীরা জসীমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তাঁরা ক্ষিপ্ত ছিলেন। জসীম পরিবার নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ তিনি জুমার নামাজ শেষে বেলা আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যান ইফতারি কিনতে। পাথরঘাটা এলাকায় ইফতারি কেনার সময় খোকনসহ অন্যরা অতর্কিত হামলা চালান। রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করেন।
স্থানীয় বাসিন্দারা পরে জসীমকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিশা বলেন, ‘জসীমের মাথায় রামদার গভীর কোপ লেগেছে। হাত-পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এ ছাড়া শরীরের অনেক জায়গায় রামদার কোপ লেগেছে। এ ঘটনায় আমরা মামলা করব।’
এ ব্যাপারে জানতে যুবদল নেতা খোকনের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে যুবদল নেতা ও তাঁর সহযোগীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ব্যবসায়ীর নাম জসীম উদ্দীন (৩৫)। তাঁর স্ত্রী নিশা আক্তারের দাবি, পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে ১০-১২ জন হামলায় অংশ নেন।
জসীম উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীভিত্তিক রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।
জসীমের স্ত্রী নিশা জানান, ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তাঁর সহযোগীরা জসীমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তাঁরা ক্ষিপ্ত ছিলেন। জসীম পরিবার নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ তিনি জুমার নামাজ শেষে বেলা আড়াইটার দিকে মোহনগঞ্জ বাজারে যান ইফতারি কিনতে। পাথরঘাটা এলাকায় ইফতারি কেনার সময় খোকনসহ অন্যরা অতর্কিত হামলা চালান। রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করেন।
স্থানীয় বাসিন্দারা পরে জসীমকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিশা বলেন, ‘জসীমের মাথায় রামদার গভীর কোপ লেগেছে। হাত-পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এ ছাড়া শরীরের অনেক জায়গায় রামদার কোপ লেগেছে। এ ঘটনায় আমরা মামলা করব।’
এ ব্যাপারে জানতে যুবদল নেতা খোকনের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে