Ajker Patrika

ময়মনসিংহ নটর ডেম কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫: ২৮
ময়মনসিংহ নটর ডেম কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ নটর ডেম কলেজের ছাত্রাবাস থেকে ওই কলেজেরই ছাত্র ইমতিয়াজ গালিব রিদমের (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কলেজের নাবিল ছাত্রাবাসে তাঁর নিজের কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

ইমতিয়াজ গালিব রিদম পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের ছাত্রাবাসে ওঠেন। বিকেলের দিকে তিনি তাঁর রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ওসি বলেন, বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। সন্ধ্যায় সহপাঠীরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত