Ajker Patrika

দলবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৬: ৪৯
দলবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৪

জামালপুরের সরিষাবাড়ীতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ওই উপজেলায় মাহিম ইসলামের (১৯) সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তাঁকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামীকে তালাক দেন। গত ২৩ অক্টোবর গৃহবধূকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান মাহিম। এক বাড়িতে পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন তিনি।

গত বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে মাহিম ও তাঁর সহযোগীরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে আজ রোববার সাবেক স্বামীসহ ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পুলিশ মাহিমসহ জয়নাল মিয়া (৪৫), সাকিব হোসেন (১৮) ও পল্লব হাসানকে (১৯) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত