নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম জমির উদ্দিন (৬৫)। লেপসিয়া গ্রামের বাসিন্দা তিনি। গ্রেপ্তার ছেলের নাম জুয়েল (২৮)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল প্রায় সময় টাকার জন্য বাবাকে চাপ দিতেন। গতকাল রোববার বিকেলে ফের টাকার জন্য বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করে। জমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান।
খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম জমির উদ্দিন (৬৫)। লেপসিয়া গ্রামের বাসিন্দা তিনি। গ্রেপ্তার ছেলের নাম জুয়েল (২৮)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল প্রায় সময় টাকার জন্য বাবাকে চাপ দিতেন। গতকাল রোববার বিকেলে ফের টাকার জন্য বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করে। জমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান।
খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৮ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২২ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৩৯ মিনিট আগে