সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯০ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিকটন। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা আর বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন কমে গিয়ে ১ হাজার ২০০ মেট্রিকটনে এসে দাঁড়িয়েছে।
গত বছর ১৫ জানুয়ারির পর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাসের চাপ আরও কমিয়ে দেয়। এ কারণে যমুনায় সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। টানা ১৩ মাস পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শুরু হয় সার উৎপাদনের প্রাথমিক কার্যক্রম। একই সঙ্গে চলে বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ। এভাবে কয়েকটি ধাপ পেরিয়ে গত রোববার রাতে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। সকল কার্যক্রম শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়।
গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯০ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিকটন। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা আর বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন কমে গিয়ে ১ হাজার ২০০ মেট্রিকটনে এসে দাঁড়িয়েছে।
গত বছর ১৫ জানুয়ারির পর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাসের চাপ আরও কমিয়ে দেয়। এ কারণে যমুনায় সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। টানা ১৩ মাস পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শুরু হয় সার উৎপাদনের প্রাথমিক কার্যক্রম। একই সঙ্গে চলে বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ। এভাবে কয়েকটি ধাপ পেরিয়ে গত রোববার রাতে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। সকল কার্যক্রম শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়।
নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১০ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৭ ঘণ্টা আগে