Ajker Patrika

আটপাড়ায় মন্দির পাহারায় ছাত্রদলের নেতা-কর্মীরা

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৯: ৫৭
আটপাড়ায় মন্দির পাহারায় ছাত্রদলের নেতা-কর্মীরা

নেত্রকোনার আটপাড়ায় মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাফায়েত খান সাকু, তেলিগাতী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হাসান রনি ও সদস্যসচিব রকির নেতৃত্বে এই পাহারা দেওয়া হয়। এ সময় ছাত্রদলের অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তেলিগাতী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রকি বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় তেলিগাতী সরকারি কলেজ শাখার ছাত্রদল সারা বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে মন্দির, গির্জা সুরক্ষা দিতে রাতে পাহারায় আছি।’

তেলিগাতী সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক রাকিব হাসান রনি বলেন, ‘অতীতের মতো আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদল রাত-দিন কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব।’

জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাফায়েত খান সাকু বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাইবোনদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত