ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে সৎছেলের কোমরের বেল্টের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে নগরীর দক্ষিণ কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলকাস উদ্দিন (৫২) চর ঈশ্বরদিয়ার নেয়ামত মণ্ডলের বাড়ির ফয়জুদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে ছেলে ফয়সাল আহমেদ (২৫) পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, জুলকাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি ৩২ নম্বর ওয়ার্ডের খোরশেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে তিনি খোরশেদা খাতুনের বাড়িতে থাকতেন। খোরশেদা খাতুনের ঘরে জুলকাসের ঔরসজাত কোনো সন্তান ছিল না। তবে খোরশেদা বেগমের দুই ছেলে রয়েছে। আর তাঁর প্রথম স্ত্রীর ঘরে চার মেয়ে রয়েছে। জুলকাস ওয়েল্ডিংয়ের দোকানে শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে তিনি ৭০ হাজার টাকা পান।
ঘটনার দিন আজ সকালে খোরশেদা বেগমের ছোট ছেলে মায়ের কাছে ওই ৭০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মারধরের হুমকি দেয়।
টাকা না দেওয়ায় জুলকাসের সঙ্গে ফয়সালের বিতণ্ডা হয়। এ সময় ফয়সাল কোমরের বেল্ট দিয়ে আঘাত করলে তা জুলকাসের কানের ওপরে লাগে। এরপর তিনি হেঁটে কয়েক গজ যেতেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। তখন সুযোগ বুঝে ফয়সাল পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি বলেন, ঘটনার পর থেকে ছেলে ফয়সাল পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে অভিযান চলছে।
কোতোয়ালি মডেল উপপরিদর্শক (এসআই) ওয়াসিম কুমার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবা ছেলে দুজনই মাদকাসক্ত ছিল। ছেলে ফয়সালের নামে মাদক ও মারামারির দুটি মামলা রয়েছে।
ময়মনসিংহে সৎছেলের কোমরের বেল্টের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে নগরীর দক্ষিণ কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলকাস উদ্দিন (৫২) চর ঈশ্বরদিয়ার নেয়ামত মণ্ডলের বাড়ির ফয়জুদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে ছেলে ফয়সাল আহমেদ (২৫) পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, জুলকাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি ৩২ নম্বর ওয়ার্ডের খোরশেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে তিনি খোরশেদা খাতুনের বাড়িতে থাকতেন। খোরশেদা খাতুনের ঘরে জুলকাসের ঔরসজাত কোনো সন্তান ছিল না। তবে খোরশেদা বেগমের দুই ছেলে রয়েছে। আর তাঁর প্রথম স্ত্রীর ঘরে চার মেয়ে রয়েছে। জুলকাস ওয়েল্ডিংয়ের দোকানে শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে তিনি ৭০ হাজার টাকা পান।
ঘটনার দিন আজ সকালে খোরশেদা বেগমের ছোট ছেলে মায়ের কাছে ওই ৭০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মারধরের হুমকি দেয়।
টাকা না দেওয়ায় জুলকাসের সঙ্গে ফয়সালের বিতণ্ডা হয়। এ সময় ফয়সাল কোমরের বেল্ট দিয়ে আঘাত করলে তা জুলকাসের কানের ওপরে লাগে। এরপর তিনি হেঁটে কয়েক গজ যেতেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। তখন সুযোগ বুঝে ফয়সাল পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি বলেন, ঘটনার পর থেকে ছেলে ফয়সাল পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে অভিযান চলছে।
কোতোয়ালি মডেল উপপরিদর্শক (এসআই) ওয়াসিম কুমার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবা ছেলে দুজনই মাদকাসক্ত ছিল। ছেলে ফয়সালের নামে মাদক ও মারামারির দুটি মামলা রয়েছে।
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে। তবে এখানে মাদক প্রতিরোধে প্রশাসন চার দশকেও নেয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক।
৪ মিনিট আগে২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ মে। আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
৯ মিনিট আগেখুলনা নগরীতে চাঁদা না পেয়ে এক প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানার তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত দিলীপ কুমার সরকার (৫৫) তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক।
২০ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে জাম্বুরা গাছে ঝুলন্ত অবস্থায় ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ মিনিট আগে