Ajker Patrika

নেত্রকোনা আ.লীগের ৪০ নেতা-কর্মী কারাগারে

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 
নেত্রকোনা আ.লীগের ৪০ নেতা-কর্মী কারাগারে। ছবি: আজকের পত্রিকা
নেত্রকোনা আ.লীগের ৪০ নেতা-কর্মী কারাগারে। ছবি: আজকের পত্রিকা

হামলা মামলায় নেত্রকোনার আটপাড়া আওয়ামী লীগের ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে আজ নেত্রকোনার আদালতে হাজিরা দিতে বিচারক গেলে এই নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক তথ্যেরে সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ ৩৭ জন নেতা-কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালায়। এ সময় তাঁর দোকান থেকে অন্তত চার লাখ টাকার বেশি মূল্যের মালপত্র লুটপাট এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান।

তখন তারা ওই দোকানের সামনে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত