Ajker Patrika

মাগরিবের নামাজের পর ডেকে নিয়ে গেল বন্ধুরা, ভোরে ডোবায় মিলল লাশ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  
নূর মোহাম্মদ। ছবি: সংগৃহীত
নূর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি ডোবা থেকে নূর মোহাম্মদ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে গ্রামের এক ডোবার পানিতে মুখমণ্ডল ডুবে থাকা অবস্থায় লাশটি পাওয়া যায়। পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

নূর মোহাম্মদ উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয় ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ২৫ জুন (বুধবার) মাগরিবের নামাজের পর একই গ্রামের কাওসার (১৮) এবং সাদেক (৩৫) নূর মোহাম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সারারাত খোঁজাখুঁজির পর কোনো সাড়া পাওয়া যায়নি। আজ ভোরবেলা পশ্চিম বালিপাড়ার আয়ুব আলী মেম্বারের ডোবার পানিতে মুখ ডুবন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃতের পরিবার এবং স্থানীয়রা দাবি করেছেন, নূর মোহাম্মদকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে তাঁরা জানিয়েছেন। তাঁরা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নূর মোহাম্মদের চাচাতো ভাই মাহাদী হাসান বলেন, ‘আমার চাচাতো ভাই  সোজাসাপ্টা ছেলে ছিল। তাকে কাওসার, সাদেকসহ চার-পাঁচজন ডেকে নিয়ে যায়। তারাই হয়তো ওকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’ বাবা নিজাম উদ্দিন বলেন, ‘আমার ছোট ছেলে নূর মোহাম্মদ ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করত। সে সংসারের সব কাজ করত। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত ব্যক্তিদের খোঁজে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত