প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
মাত্র দুই কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় মেলান্দহ উপজেলার চারটি গ্রামের মানুষকে ২০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামে চলাচলের একমাত্র রাস্তাটি নিয়ে মানুষের দুর্ভোগ সীমাহীন।
উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নে দক্ষিণ ছবিলাপুর আজিমুদ্দিনের মোড় থেকে কাহেতপাড়া বাজারে যাওয়ার দুই কিলোমিটার রাস্তা উন্নয়ন হয়নি। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে আছে। ফলে রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে বেগ পোহাতে হচ্ছে। কাদার জন্য এলাকায় যানবাহন আসতে চায় না। এর ফলে হেঁটে চলাচল করতে হচ্ছে মানুষদের। বৃষ্টি হলে কাদামাটিতে পিচ্ছিল হয়ে হাঁটতে কষ্ট হয় বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, এই রাস্তা দিয়ে দক্ষিণ ছবিলাপুর, ছবিলাপুর আকন্দপাড়া, কাহেতপাড়া, নাগেরপাড়া, একটি হাই স্কুল ও একটি সরকারি কলেজের শিক্ষার্থীসহ চার গ্রামের মানুষ চলাচল করে। রাস্তাটির দৈর্ঘ্য দুই কিলোমিটার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে গ্রামের ছেলে মেয়েরা কাঁচা রাস্তা ব্যবহার করে প্রায় দুই কিলোমিটার দূরের কে জি এস উচ্চ বিদ্যালয় ও সরকারি শেখ কামাল কলেজে যাতায়াত করে।
ছবিলাপুর গ্রামের আমজাদ আলী বলেন, ২০ বছর ধরে আমরাই এই রাস্তাটি পাকা করার জন্য দাবি করে আসছেন তারা। কিন্তু এখনো পাকা হয়নি, কবে হবে তা অনিশ্চিত। নির্বাচনের সময় হলে অনেকেই বলে যে রাস্তাটি করে দেব, কিন্তু কেউ পরে কেউ কাজ করে দেন না। একই এলাকার মামুন মিয়া বলেন, একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন সাইকেল, মোটরসাইকেল অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। প্রায় ১৫ বছর ধরে এ রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, মির্জা আজম (এমপি) রাস্তাটি দেখে গেছেন। অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পাকা হয়ে যাবে।
মেলান্দহ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাজেদুল রহমান বলেন, `রাস্তার সার্বিক খোঁজ অনেক আগেই নেওয়া হয়েছে। আমাদের রাস্তার পাকাকরণের তালিকায় রয়েছে ওই রাস্তাটি। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।'
মাত্র দুই কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় মেলান্দহ উপজেলার চারটি গ্রামের মানুষকে ২০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামে চলাচলের একমাত্র রাস্তাটি নিয়ে মানুষের দুর্ভোগ সীমাহীন।
উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নে দক্ষিণ ছবিলাপুর আজিমুদ্দিনের মোড় থেকে কাহেতপাড়া বাজারে যাওয়ার দুই কিলোমিটার রাস্তা উন্নয়ন হয়নি। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে আছে। ফলে রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে বেগ পোহাতে হচ্ছে। কাদার জন্য এলাকায় যানবাহন আসতে চায় না। এর ফলে হেঁটে চলাচল করতে হচ্ছে মানুষদের। বৃষ্টি হলে কাদামাটিতে পিচ্ছিল হয়ে হাঁটতে কষ্ট হয় বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, এই রাস্তা দিয়ে দক্ষিণ ছবিলাপুর, ছবিলাপুর আকন্দপাড়া, কাহেতপাড়া, নাগেরপাড়া, একটি হাই স্কুল ও একটি সরকারি কলেজের শিক্ষার্থীসহ চার গ্রামের মানুষ চলাচল করে। রাস্তাটির দৈর্ঘ্য দুই কিলোমিটার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে গ্রামের ছেলে মেয়েরা কাঁচা রাস্তা ব্যবহার করে প্রায় দুই কিলোমিটার দূরের কে জি এস উচ্চ বিদ্যালয় ও সরকারি শেখ কামাল কলেজে যাতায়াত করে।
ছবিলাপুর গ্রামের আমজাদ আলী বলেন, ২০ বছর ধরে আমরাই এই রাস্তাটি পাকা করার জন্য দাবি করে আসছেন তারা। কিন্তু এখনো পাকা হয়নি, কবে হবে তা অনিশ্চিত। নির্বাচনের সময় হলে অনেকেই বলে যে রাস্তাটি করে দেব, কিন্তু কেউ পরে কেউ কাজ করে দেন না। একই এলাকার মামুন মিয়া বলেন, একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন সাইকেল, মোটরসাইকেল অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। প্রায় ১৫ বছর ধরে এ রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, মির্জা আজম (এমপি) রাস্তাটি দেখে গেছেন। অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পাকা হয়ে যাবে।
মেলান্দহ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাজেদুল রহমান বলেন, `রাস্তার সার্বিক খোঁজ অনেক আগেই নেওয়া হয়েছে। আমাদের রাস্তার পাকাকরণের তালিকায় রয়েছে ওই রাস্তাটি। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।'
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩৭ মিনিট আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪৩ মিনিট আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১ ঘণ্টা আগে