ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটি উদ্বোধন করা হয়।
জানা গেছে, সফটওয়্যারটি কম্পিউটার ও মোবাইলে ব্যবহারের উপযোগী হওয়ায় রোগীরা সহজেই সফটওয়্যারে যুক্ত হয়ে সেবা গ্রহণ করতে পারবে। এই পদ্ধতির আওতায় রোগীরা দীর্ঘ সিরিয়াল বিড়ম্বনা কাটিয়ে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত রিপোর্টের ডিজিটাল কপি সংগ্রহসহ হাসপাতালের অভ্যন্তরীণ সেবাসমূহ দ্রুততার সঙ্গে পাবে।
এ ছাড়া রোগীর তথ্য দীর্ঘদিন সংরক্ষণ, ফলোআপ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ঝুঁকিপূর্ণ রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবাদান সম্ভব হবে।
এই প্রক্রিয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা মোবাইলে সংযুক্ত থাকবেন। ফলে যেকোনো ওয়ার্ড বা বিভাগ থেকে চিকিৎসক রোগীর চিকিৎসার ব্যাপারে পরস্পরের সঙ্গে আলোচনা করে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এই অটোমেশন সফটওয়্যার স্বাস্থ্য অধিদপ্তরে ব্যবহৃত ডিএইচআইএস-২ সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে সফটওয়্যারের সঙ্গে যুক্ত সবার পক্ষে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্ভব হবে।
এ সময় হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়জউদ্দিন ফরাজিসহ হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটি উদ্বোধন করা হয়।
জানা গেছে, সফটওয়্যারটি কম্পিউটার ও মোবাইলে ব্যবহারের উপযোগী হওয়ায় রোগীরা সহজেই সফটওয়্যারে যুক্ত হয়ে সেবা গ্রহণ করতে পারবে। এই পদ্ধতির আওতায় রোগীরা দীর্ঘ সিরিয়াল বিড়ম্বনা কাটিয়ে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত রিপোর্টের ডিজিটাল কপি সংগ্রহসহ হাসপাতালের অভ্যন্তরীণ সেবাসমূহ দ্রুততার সঙ্গে পাবে।
এ ছাড়া রোগীর তথ্য দীর্ঘদিন সংরক্ষণ, ফলোআপ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ঝুঁকিপূর্ণ রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবাদান সম্ভব হবে।
এই প্রক্রিয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা মোবাইলে সংযুক্ত থাকবেন। ফলে যেকোনো ওয়ার্ড বা বিভাগ থেকে চিকিৎসক রোগীর চিকিৎসার ব্যাপারে পরস্পরের সঙ্গে আলোচনা করে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এই অটোমেশন সফটওয়্যার স্বাস্থ্য অধিদপ্তরে ব্যবহৃত ডিএইচআইএস-২ সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে সফটওয়্যারের সঙ্গে যুক্ত সবার পক্ষে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্ভব হবে।
এ সময় হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়জউদ্দিন ফরাজিসহ হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১০ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৭ মিনিট আগে