Ajker Patrika

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত ৩

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২২: ১৯
ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত ৩

শেরপুরে চালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা, ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৫) এবং তাঁর ছেলে রাব্বি (১০)। তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন দোহালিয়া গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও ফুল মোহাম্মদের ছেলে মো. হাবিব (৩৫) এবং ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার সুভাষ পালের ছেলে শুভ পাল (১৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নালিতাবাড়ী ফিরছিলেন যাত্রীরা। পথে শহরের তাতালপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি চালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। এরপর আশপাশের লোকজন আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। বাকি তিনজন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

 জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহনেওয়াজ নোমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। এখন হাসপাতালে আরও তিনজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে কৌশলে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত