জাককানইবি প্রতিনিধি
‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলা নববর্ষ-১৪৩০ বরণ করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার জন্য মুখোশ, ফেস্টুন তৈরিতে আর রং-তুলির আঁচড়ে ক্যাম্পাস রাঙাতে ব্যস্ত সময় পার করছেন। বাংলা নববর্ষকে বরণ করতে তীব্র উৎসাহ ও উদ্দীপনায় আলপনা করে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বাংলা পঞ্জিকায় ২৮ চৈত্র, মঙ্গলবার। তিন দিন পরই পঞ্জিকায় যুক্ত হবে আরও একটি নতুন বছর। আর বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদ্যাপনে প্রতি বছরই চারুকলা অনুষদ নানা আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গল শোভাযাত্রার আয়োজন ঘিরে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। লক্ষ্য একটাই, বর্ণিল আয়োজনে দিনটি উদ্যাপন করা।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্য পুনরায় উপস্থাপন করতে লোকজ ঐতিহ্যবাহী মুখোশ, প্যাঁচার মাস্ক, হাতি, বাঘ, পোস্টার ম্যাশ, ঘোড়ার আকৃতি তৈরি করছে। এ ছাড়া অশুভ শক্তিতে প্রতিরোধের প্রতীক হিসেবে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহারের জন্য মুখোশ, ব্যানার-ফেস্টুন তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে চারুকলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের বৈশাখে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সিনিয়র-জুনিয়র একসঙ্গে মিলে কাজ করছি। দিন-রাত কাজ করছি, শিক্ষকেরাও আমাদের সহযোগিতা করছেন।’
বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য আমরা কয়েক দিন ধরেই কাজ করছি। এ কাজে আমি বিভাগের শিক্ষার্থী হিসেবে অনেক আনন্দ পাচ্ছি। তেমনি কাজও দ্রুত এগিয়ে চলেছে।’
পয়লা বৈশাখের আয়োজনের প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির সভাপতি ও চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এবার আমরা লোকজ ঐতিহ্যবাহী মুখোশ, প্যাঁচার মাস্ক, হাতি, ঘোড়া, বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেছি। হাতের কাজ শেষ এখন চলছে রঙের কাজ। এত সুন্দর কাজ করার পেছনে সম্পূর্ণ অবদান আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের। ওদের অক্লান্ত পরিশ্রমে এত কিছু সুন্দরভাবে করা সম্ভব হচ্ছে।’
পয়লা বৈশাখ (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি।
‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলা নববর্ষ-১৪৩০ বরণ করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার জন্য মুখোশ, ফেস্টুন তৈরিতে আর রং-তুলির আঁচড়ে ক্যাম্পাস রাঙাতে ব্যস্ত সময় পার করছেন। বাংলা নববর্ষকে বরণ করতে তীব্র উৎসাহ ও উদ্দীপনায় আলপনা করে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বাংলা পঞ্জিকায় ২৮ চৈত্র, মঙ্গলবার। তিন দিন পরই পঞ্জিকায় যুক্ত হবে আরও একটি নতুন বছর। আর বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদ্যাপনে প্রতি বছরই চারুকলা অনুষদ নানা আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গল শোভাযাত্রার আয়োজন ঘিরে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। লক্ষ্য একটাই, বর্ণিল আয়োজনে দিনটি উদ্যাপন করা।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্য পুনরায় উপস্থাপন করতে লোকজ ঐতিহ্যবাহী মুখোশ, প্যাঁচার মাস্ক, হাতি, বাঘ, পোস্টার ম্যাশ, ঘোড়ার আকৃতি তৈরি করছে। এ ছাড়া অশুভ শক্তিতে প্রতিরোধের প্রতীক হিসেবে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহারের জন্য মুখোশ, ব্যানার-ফেস্টুন তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে চারুকলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের বৈশাখে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সিনিয়র-জুনিয়র একসঙ্গে মিলে কাজ করছি। দিন-রাত কাজ করছি, শিক্ষকেরাও আমাদের সহযোগিতা করছেন।’
বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য আমরা কয়েক দিন ধরেই কাজ করছি। এ কাজে আমি বিভাগের শিক্ষার্থী হিসেবে অনেক আনন্দ পাচ্ছি। তেমনি কাজও দ্রুত এগিয়ে চলেছে।’
পয়লা বৈশাখের আয়োজনের প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির সভাপতি ও চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এবার আমরা লোকজ ঐতিহ্যবাহী মুখোশ, প্যাঁচার মাস্ক, হাতি, ঘোড়া, বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেছি। হাতের কাজ শেষ এখন চলছে রঙের কাজ। এত সুন্দর কাজ করার পেছনে সম্পূর্ণ অবদান আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের। ওদের অক্লান্ত পরিশ্রমে এত কিছু সুন্দরভাবে করা সম্ভব হচ্ছে।’
পয়লা বৈশাখ (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৬ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৫ মিনিট আগে