Ajker Patrika

কলমাকান্দায় বানভাসির পাশে ইউএনও মো. আবুল হাসেম

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৫: ২৮
কলমাকান্দায় বানভাসির পাশে ইউএনও মো. আবুল হাসেম

নেত্রকোনার কলমাকান্দায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষে বন্যাদুর্গত এলাকার বানভাসিদের পাশে রয়েছেন ইউএনও মো. আবুল হাসেম। 

স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দার আটটি ইউনিয়নে ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজের জন্য আটটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। এ ছাড়া বন্যার প্রথম দিন থেকেই উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতারা উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণে নামেন। 

কলমাকান্দা পাইলট উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া ফুলবানু আক্তার বলেন, ‘ইউএনও দিনে আমাদের শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করে যান। আবার রাত ২টার দিকে আশ্রয়কেন্দ্রে এসে তিনি আমাদের কম্বল বিতরণ করে গেছেন।’ 

বিশরপাশা বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের সদস্যরা বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজন প্রতিদিনই আসছেন। আমাদের খোঁজখবর নিচ্ছেন, খাবার-পানিসহ কম্বল বিতরণ করছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, ‘এবারের বন্যায় কলমাকান্দা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তাদের পাশে থাকার প্রচেষ্টা করছি মাত্র।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত