Ajker Patrika

মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক

নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জে আটক বউ-শাশুড়ি। ছবি: সংগৃহীত
মোহনগঞ্জে আটক বউ-শাশুড়ি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী। সম্পর্কে তাঁরা শাশুড়ি ও পুত্রবধূ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও তাঁর পুত্রবধূ মদিনা আকন্দ (১৮)।

এ সময় ওই দুজনের কাছ থেকে ২ হাজার জাল টাকা, চারটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও ৩০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় যৌথবাহিনী। বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ফয়সালের মা শিউলী আক্তার ও তাঁর স্ত্রী মদিনা আকন্দকে আটক করা হয়। জব্দ দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত