ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বৃষ্টি হতে না হতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় জামালপুরের ইসলামপুর থানার প্রবেশপথে। আর এর ফলে দুর্গন্ধযুক্ত পচা পানি মাড়িয়ে আসা-যাওয়া করতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এ ছাড়া স্বাস্থ্যঝুঁকিসহ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যসহ থানায় পুলিশি সেবা নিতে আসা মানুষের দাবি, অতি দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন করে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারা যায়, সেই ব্যবস্থা করা।
থানার পুলিশ সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসন না করায় সামান্য বৃষ্টিতেই থানার প্রধান ফটক পানিতে তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েন থানা এলাকায় বসবাসরতরা। ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনেজ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে পুলিশ সদস্যসহ পুলিশি সেবাপ্রার্থীদের। তবে এ নিয়ে পুলিশ সদস্যরা মুখ না খুললেও অন্য ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে।
সরেজমিনে দেখা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে থানার প্রধান প্রবেশপথে জলাশয়ের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অন্তত ৫০ ফুট রাস্তাজুড়ে পানি জমেছে। প্রবেশপথে রয়েছে দুর্গন্ধযুক্ত পচা হাঁটুপানি। আর এতে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে।
থানায় পুলিশি সেবা নিতে আসা উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘থানায় ঢুকতেই হাঁটুপানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। হাঁটুপানি ডিঙিয়ে থানায় যাইতে হইছে।’
উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামের বাসিন্দা সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘থানার পুলিশ সদস্যদের পরিবারও পানিবন্দী হয়ে পড়েছে। আর প্রয়োজনে যারাই আসছে, তাদের সবাইকে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যরা জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয় তাঁদের।
এ বিষয়ে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ আজকের পত্রিকাকে বলেন, ‘থানার প্রবেশপথে বৃষ্টির পানি জমে থাকার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার করার জন্য জরুরিভাবে কাজ করা হচ্ছে। অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’
বৃষ্টি হতে না হতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় জামালপুরের ইসলামপুর থানার প্রবেশপথে। আর এর ফলে দুর্গন্ধযুক্ত পচা পানি মাড়িয়ে আসা-যাওয়া করতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এ ছাড়া স্বাস্থ্যঝুঁকিসহ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যসহ থানায় পুলিশি সেবা নিতে আসা মানুষের দাবি, অতি দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন করে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারা যায়, সেই ব্যবস্থা করা।
থানার পুলিশ সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসন না করায় সামান্য বৃষ্টিতেই থানার প্রধান ফটক পানিতে তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েন থানা এলাকায় বসবাসরতরা। ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনেজ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে পুলিশ সদস্যসহ পুলিশি সেবাপ্রার্থীদের। তবে এ নিয়ে পুলিশ সদস্যরা মুখ না খুললেও অন্য ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে।
সরেজমিনে দেখা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে থানার প্রধান প্রবেশপথে জলাশয়ের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অন্তত ৫০ ফুট রাস্তাজুড়ে পানি জমেছে। প্রবেশপথে রয়েছে দুর্গন্ধযুক্ত পচা হাঁটুপানি। আর এতে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে।
থানায় পুলিশি সেবা নিতে আসা উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘থানায় ঢুকতেই হাঁটুপানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। হাঁটুপানি ডিঙিয়ে থানায় যাইতে হইছে।’
উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামের বাসিন্দা সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘থানার পুলিশ সদস্যদের পরিবারও পানিবন্দী হয়ে পড়েছে। আর প্রয়োজনে যারাই আসছে, তাদের সবাইকে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যরা জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয় তাঁদের।
এ বিষয়ে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ আজকের পত্রিকাকে বলেন, ‘থানার প্রবেশপথে বৃষ্টির পানি জমে থাকার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার করার জন্য জরুরিভাবে কাজ করা হচ্ছে। অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে