মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত সোমবার একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই আগুন নেভান। এদিকে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে আগে থেকেই ইঞ্জিন ছিল না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত।
আজ বুধবার সকালে অভিযোগের বিষয়টি সদ্য যোগদান করা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুনকে অবগত করা হলে তিনি বলেছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
সরেজমিন দেখা গেছে, পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে কোনো ইঞ্জিন নেই। আগে থেকেই কেউ ইঞ্জিনটি খুলে রেখেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০১৭ সাল থেকে ওই অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একই সময়ে নতুন আরও একটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়।
স্থানীয়রা অভিযোগ তুলে বলছে, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) নূর মোহাম্মদ শামছুল আলম অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিক্রি করে দেন। এখন প্রমাণ লোপাট করতে তারই কোনো অনুসারী হয়তো আগুন দিয়ে থাকতে পারে।
বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুন বলেন, ‘নতুন জয়েন করেছি, তাই সব বিষয় এখনো জানি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত সোমবার একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই আগুন নেভান। এদিকে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে আগে থেকেই ইঞ্জিন ছিল না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত।
আজ বুধবার সকালে অভিযোগের বিষয়টি সদ্য যোগদান করা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুনকে অবগত করা হলে তিনি বলেছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
সরেজমিন দেখা গেছে, পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে কোনো ইঞ্জিন নেই। আগে থেকেই কেউ ইঞ্জিনটি খুলে রেখেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০১৭ সাল থেকে ওই অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একই সময়ে নতুন আরও একটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়।
স্থানীয়রা অভিযোগ তুলে বলছে, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) নূর মোহাম্মদ শামছুল আলম অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিক্রি করে দেন। এখন প্রমাণ লোপাট করতে তারই কোনো অনুসারী হয়তো আগুন দিয়ে থাকতে পারে।
বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুন বলেন, ‘নতুন জয়েন করেছি, তাই সব বিষয় এখনো জানি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
১ ঘণ্টা আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে