গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে এইচবিবি সড়কে উন্নীতকরার কথা একটির। কিন্তু ঠিকাদার খুঁড়েছেন অন্য একটি সড়ক। খননযন্ত্র (ভেকু) দিয়ে প্রায় আধা কিলোমিটার সড়কের মাটি কাটার পর ঠিকাদার বুঝতে পারেন তিনি ভুল করেছেন। দরপত্রে উল্লিখিত সড়কের বদলে ইটের সলিং বসানো সড়ক খুঁড়েছেন। গত সপ্তাহে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজার থেকে শোলগাই গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।
ঠিকাদার ভুল বুঝতে পেরে ওই সড়কের মাটি কাটার কাজ বন্ধ করে দেন। কিন্তু মাটি কেটে গর্ত করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে ৫-৬টি গ্রামের শত শত মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা গোবিন্দপুর বাজারসংলগ্ন ঈদগাহ মাঠ থেকে উত্তর দিকের সড়কের দেড় কিলোমিটার এইচবিবি সড়কে উন্নীতকরণের দরপত্র হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে করা এই কাজে ৯৪ লাখ টাকা বরাদ্দ করা হয়। সড়কটির কাজ পায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান পলক তমা এন্টারপ্রাইজ।
গত সপ্তাহে সংশ্লিষ্ট ঠিকাদার ভুল করে গোবিন্দপুর বাজারের দক্ষিণ পাশে শোলগাই গ্রামের এলজিইডির প্রস্তাবিত কার্পেটিং সড়কের মাটি কাটে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন তালুকদার, শামছুল আলমসহ কয়েকজন বলেন, বর্ষা মৌসুমে সড়কটিতে অতিরিক্ত কাদাপানি জমে চলাচল অনুপযোগী হয়ে যেত। তাই দুই বছর আগে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ও স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সেলিম মিয়া বলেন, দরপত্রে উল্লিখিত সড়কটি বাদ দিয়ে ভুলে শোলগাই গ্রামের সড়কটিতে বক্স করে মাটি কাটা হয়েছে, সড়কটি শিগগিরই মেরামত করে দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা পাপ্পু বলেন, এইচবিবিকরণের জন্য দরপত্র হওয়া সড়কটি শনাক্ত না করেই ঠিকাদার ভুলে এলজিইডির প্রস্তাবিত কার্পেটিং সড়কের মাটি কেটে ফেলেন। এ ভুলের দায়ভার ঠিকাদারকে নিতে হবে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব বলেন, ভুল করে মাটি কাটা সড়কটি এলজিইডির প্রস্তাবিত কার্পেটিং সড়ক।
ইউএনও ফৌজিয়া নাজনীন বলেন, ভুল করে মাটিকাটা সড়কটিকে দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে এইচবিবি সড়কে উন্নীতকরার কথা একটির। কিন্তু ঠিকাদার খুঁড়েছেন অন্য একটি সড়ক। খননযন্ত্র (ভেকু) দিয়ে প্রায় আধা কিলোমিটার সড়কের মাটি কাটার পর ঠিকাদার বুঝতে পারেন তিনি ভুল করেছেন। দরপত্রে উল্লিখিত সড়কের বদলে ইটের সলিং বসানো সড়ক খুঁড়েছেন। গত সপ্তাহে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজার থেকে শোলগাই গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।
ঠিকাদার ভুল বুঝতে পেরে ওই সড়কের মাটি কাটার কাজ বন্ধ করে দেন। কিন্তু মাটি কেটে গর্ত করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে ৫-৬টি গ্রামের শত শত মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা গোবিন্দপুর বাজারসংলগ্ন ঈদগাহ মাঠ থেকে উত্তর দিকের সড়কের দেড় কিলোমিটার এইচবিবি সড়কে উন্নীতকরণের দরপত্র হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে করা এই কাজে ৯৪ লাখ টাকা বরাদ্দ করা হয়। সড়কটির কাজ পায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান পলক তমা এন্টারপ্রাইজ।
গত সপ্তাহে সংশ্লিষ্ট ঠিকাদার ভুল করে গোবিন্দপুর বাজারের দক্ষিণ পাশে শোলগাই গ্রামের এলজিইডির প্রস্তাবিত কার্পেটিং সড়কের মাটি কাটে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন তালুকদার, শামছুল আলমসহ কয়েকজন বলেন, বর্ষা মৌসুমে সড়কটিতে অতিরিক্ত কাদাপানি জমে চলাচল অনুপযোগী হয়ে যেত। তাই দুই বছর আগে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ও স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সেলিম মিয়া বলেন, দরপত্রে উল্লিখিত সড়কটি বাদ দিয়ে ভুলে শোলগাই গ্রামের সড়কটিতে বক্স করে মাটি কাটা হয়েছে, সড়কটি শিগগিরই মেরামত করে দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা পাপ্পু বলেন, এইচবিবিকরণের জন্য দরপত্র হওয়া সড়কটি শনাক্ত না করেই ঠিকাদার ভুলে এলজিইডির প্রস্তাবিত কার্পেটিং সড়কের মাটি কেটে ফেলেন। এ ভুলের দায়ভার ঠিকাদারকে নিতে হবে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব বলেন, ভুল করে মাটি কাটা সড়কটি এলজিইডির প্রস্তাবিত কার্পেটিং সড়ক।
ইউএনও ফৌজিয়া নাজনীন বলেন, ভুল করে মাটিকাটা সড়কটিকে দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩১ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে