মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে জামাই-বাড়িতে চলছে পাঁচ দিনব্যাপী ‘শ্বশুরমেলা’। মেলা ঘিরে এলাকায় যেন উৎসবের আমেজ। গত মঙ্গলবার শুরু হওয়া মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারের পাশে একটি মাঠে এই মেলা বসেছে।
শ্বশুরমেলায় ১০০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র, কসমেটিকস, জুতা ও চামড়াজাত পণ্য, স্পোর্টস আইটেম, খেলনা, স্টেশনারি, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য।
মেলায় ঘুরতে আসা জেরিন তাসলিম আশা বলেন, ‘মেলায় ঘুরতে এসেছি, মেলায় ঘুরে খুব ভালো লাগল। কিছুটা কেনাকাটা করলাম। আর কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাব।’
আবুল কালাম নামের একজন বলেন, ‘মেয়ে-জামাই দাওয়াত করে এনেছে। জামাইবাড়িতে মেয়ে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছে। নাতিদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। নাতিদের নাগরদোলা ও ট্রেনে উঠিয়েছিলাম।’
মেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শ্বশুরমেলার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শীতকালে জামাইদের শুধু শ্বশুরবাড়ি না গিয়ে শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে তাঁর বাড়িতে আনা। নানা-নানি তাঁদের নাতিদের নিয়ে মেলায় ঘুরে বেড়াবেন, আনন্দ করবেন।’
শ্বশুরমেলার আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার প্রথমবারের মতো শ্বশুরমেলার আয়োজন করা হয়েছে। এলাকায় এই সময়টায় প্রতিটি বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। এবার জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শ্বশুরদের জামাইবাড়িতে দাওয়াত করা হয়েছে। তাই শীতকালীন মেলার পরিবর্তে শ্বশুরমেলা নাম দিয়েছি।’
জামালপুরের মেলান্দহে জামাই-বাড়িতে চলছে পাঁচ দিনব্যাপী ‘শ্বশুরমেলা’। মেলা ঘিরে এলাকায় যেন উৎসবের আমেজ। গত মঙ্গলবার শুরু হওয়া মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারের পাশে একটি মাঠে এই মেলা বসেছে।
শ্বশুরমেলায় ১০০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র, কসমেটিকস, জুতা ও চামড়াজাত পণ্য, স্পোর্টস আইটেম, খেলনা, স্টেশনারি, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য।
মেলায় ঘুরতে আসা জেরিন তাসলিম আশা বলেন, ‘মেলায় ঘুরতে এসেছি, মেলায় ঘুরে খুব ভালো লাগল। কিছুটা কেনাকাটা করলাম। আর কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাব।’
আবুল কালাম নামের একজন বলেন, ‘মেয়ে-জামাই দাওয়াত করে এনেছে। জামাইবাড়িতে মেয়ে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছে। নাতিদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। নাতিদের নাগরদোলা ও ট্রেনে উঠিয়েছিলাম।’
মেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শ্বশুরমেলার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শীতকালে জামাইদের শুধু শ্বশুরবাড়ি না গিয়ে শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে তাঁর বাড়িতে আনা। নানা-নানি তাঁদের নাতিদের নিয়ে মেলায় ঘুরে বেড়াবেন, আনন্দ করবেন।’
শ্বশুরমেলার আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার প্রথমবারের মতো শ্বশুরমেলার আয়োজন করা হয়েছে। এলাকায় এই সময়টায় প্রতিটি বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। এবার জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শ্বশুরদের জামাইবাড়িতে দাওয়াত করা হয়েছে। তাই শীতকালীন মেলার পরিবর্তে শ্বশুরমেলা নাম দিয়েছি।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে