Ajker Patrika

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৮: ৪২
ময়মনসিংহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ময়মনসিংহে হত্যা মামলায় মো. শামসুদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্তা সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শামসুদ্দিন জেলার মুক্তাগাছা উপজেলার তারাঢি ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সঞ্জীব সরকার। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১০ মে রফিজ উদ্দিন দণ্ডপ্রাপ্ত শামসুদ্দিনের বাড়ির সামনে বসে বাঁশের চাটাই বুনন করছিলেন। একপর্যায়ে পিপাসা পেলে শামসুদ্দিনের রান্নাঘর থেকে এক গ্লাস পানি পান করেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে শামসুদ্দিন লোহার শাবল দিয়ে রফিজ উদ্দিনের মাথায় বেশ কয়েকটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পরে শামসুদ্দিন শাবল নিয়ে পালিয়ে ফকিরগঞ্জ বাজারে গেলে মোস্তফা নামে একজন তাঁকে আটকে দেন। পরে শামসুদ্দিন তাঁকেও শাবল দিয়ে আঘাত করেন। এরপর স্থানীয়রা শামসুদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শামসুদ্দিনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করা হয়। এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন। মামলার ৭ বছর পর দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত