Ajker Patrika

নান্দাইলে ঈদের দিনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২২, ১৩: ৪৯
নান্দাইলে ঈদের দিনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. টুনি মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টুনি মিয়া একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে ঈদের জামায়াতের জন্য পরিবারের অন্য সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মো. টুনি মিয়া অটোরিকশা চার্জে বসাতে যান। অটোতে চার্জার লাগানোর সময় টুনি মিয়া বিদ্যুতায়িত হয়ে যান। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মো. রতন মিয়া বলেন, ছেলেটি আমার আত্মীয় হয়। ঈদের জামাতের জন্য রেডি হচ্ছি তখনই এমন ঘটনা ঘটেছে। 

ঈদের দিনে আনন্দের মধ্যে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবুল মিয়া। টুনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ যেন আনন্দের মাঝে বিষাদ। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘এমন ঘটনা সম্পর্কে আমাকে কেউ কিছু জানায়নি। আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত