Ajker Patrika

জামালপুরে পলিথিন বর্জ্য দিয়ে রাস্তা দখল, দুর্ভোগে পথচারীরা

প্রতিনিধি, জামালপুর
জামালপুরে পলিথিন বর্জ্য দিয়ে রাস্তা দখল, দুর্ভোগে পথচারীরা

নিষিদ্ধ পলিথিনের বর্জ্য দিয়ে দখল করা হয়েছে জামালপুরের তিরুথা এলাকার মূল সড়ক। এতে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর প্রতিকার চেয়ে প্রশাসনকে বলা হলেও প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা।

জানা গেছে, জামালপুর পৌরসভার পুলিশ লাইন সংলগ্ন কাগজের মিল থেকে বের হওয়া পলিথিন বর্জ্য বামুনপাড়ার তিরুথার মূল সড়কে ফেলে রাখা হচ্ছে। পলিথিনের সঙ্গে সুচ, কাচের টুকরা, জিআই তারসহ বিভিন্ন যন্ত্রের তীক্ষ্ণ ভগ্নাংশ পড়ে থাকে। এতে রাস্তা দিয়ে শিশু ও খালি পায়ে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়ছেন। অনেকের পায়ে কাচের ছোট ছোট টুকরা ঢুকে ক্ষত হচ্ছে। এলাকার কিছু দরিদ্র পরিবার ফেলে দেওয়া ক্ষতিকর বর্জ্যগুলো তুলে এনে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। ফলে বিষাক্ত কালো ধোয়া বাতাসে ছড়িয়ে পড়ছে।

বামুনপাড়া গ্রামের সুলতান মিয়া বলেন, প্রতিদিন ক্ষতিকর বর্জ্যগুলো রাস্তায় ফেলা হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন জামালপুর পুলিশ লাইনস থেকে পুলিশের গাড়িসহ শত শত যানবাহন চলাচল করছে। ওই সব বর্জ্যের কারণে অনেক গাড়ি চাকা ফুটো হয়ে যায়। অনেক সময় মোটরসাইকেলের দুর্ঘটনাও ঘটছে। এমনকি কেউ খালি পায়ে চলাচল করতে পারেন না।

ওই এলাকার আরও কয়েকজন জানান, এলাকার কিছু দরিদ্র মানুষ মিলের বর্জ্য শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করছে। এতে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। প্রায় সময়ই দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। শুধু এই রাস্তায় নয়, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার প্রধান সড়কেও বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। রাস্তা থেকে বর্জ্য অপসারণের জন্য পৌরসভার কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

জামালপুর কাগজ মিলের মালিক মুলার বলেন, মিলের বর্জ্য সঠিক নিয়মে ফেলা হয়। এখন কেউ সেগুলো নিয়ে গেলে কারখানার কিছুই করার থাকে না।

জামালপুর পরিবেশ আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, নিষিদ্ধ পলিথিন ফেলে রাখায় এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। প্রায় সময় কোন না কোন দুর্ঘটনা ঘটছে। কেউ খালি পায়ে হাঁটতে পারে না। পলিথিনের বর্জ্যের সঙ্গে টুকরো টুকরো কাচ থাকে। কাচ দিয়ে অনেকের পা ক্ষত হয়। এ বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের এক অফিসারকে জানানো হয়েছেন।

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন বলেন, বিষয়টি জানা ছিল না। জনগুরুত্বপূর্ণ রাস্তায় কোন বর্জ্য ফেলে রাখা আইনত অপরাধ। পৌর কর্তৃপক্ষ পৌরসভার রাস্তায় যাতে কোন বর্জ্য না ফেলে সেই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত