Ajker Patrika

সরিষাবাড়ীতে দুই সদস্য প্রার্থীর সংঘর্ষে গুলিবিদ্ধ ১

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭: ১৯
সরিষাবাড়ীতে দুই সদস্য প্রার্থীর সংঘর্ষে গুলিবিদ্ধ ১

জামালপুরের সরিষাবাড়ীতে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে হযরত আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটিতে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে পিংনা ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ওই ইউনিয়নে যথারীতি চলছে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। পিংনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে সুরুজ্জামান সুরু মোরগ ও নুরুল ইসলাম ফুটবল প্রতীক পান। 

গতকাল গভীর রাতে সুরুজ্জামান সুরুর বাড়িতে হামলা চালান নুরুল ইসলাম ও তাঁর লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সুরুজ্জামানের ভাতিজা হযরত আলী (৪০) গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। গুরুতর আহতাবস্থায় হযরত আলীকে প্রথমে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে সুরুজ্জামান সুরু অভিযোগ করে বলেন, ‘বুধবার গভীর রাতে প্রতিপক্ষ নুরুল ইসলাম লোকজন নিয়ে তার বাড়িঘরে হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আমার ভাতিজা হযরত আলী গুলিবিদ্ধ হন। এ ছাড়াও আরও চারজন আহত হন।’ ঘটনার পর থেকে নুরুল ইসলাম ও তাঁর লোকজন গা-ঢাকা দিয়েছেন বলে জানান তিনি। 

এ বিষয়ে নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুরুজ্জামান একজন দুষ্ট প্রকৃতির লোক। ইতিপূর্বে তাঁর সহযোগিতায় পিংনার নরপাড়াতে দুইটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সাধারণ ভোটাররা তাঁকে ভোট দেবে না তা বুঝতে পেরে তাঁরা নিজেরাই কৌশলে গন্ডগোল করেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে সে।’ 

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদ আলম বলেন, ‘বিষয়টি জেনেছি। এ নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।’ 

এ বিষয়ে তারাকান্দি পুলিশ উপপরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে ইউপি সদস্য প্রার্থী সুরুজ্জামান সুরু ও নুরুল ইসলামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত