Ajker Patrika

মা-মেয়ে খুনের ঘটনায় থানায় মামলা দায়ের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মা-মেয়ে খুনের ঘটনায় থানায় মামলা দায়ের

জামালপুরের মেলান্দহে চাঞ্চল্যকর মা-মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার বিকেলে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মেলান্দহ থানায় মামলা করেন নিহত জয়ফল বেগমের ভাই মানিক মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম। 

গত রোববার দুপুরে জয়ফল বেগম (৫০) ও তার মেয়ে স্বপ্না চৌধুরীর (২৫) মৃতদেহ ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাত ১০টায় মা ও মেয়ের মরদেহ পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়। তবে মামলার ভেতরে অংশে নিহতের ছেলে জহুরুল ইসলাম ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে সন্দেহমূলক ভাবে দেখানো হয়েছে। আটককৃত স্বামী-স্ত্রীকে থানায় ডাকা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, রোববার দুপুরে থানায় নিহতের ভাই মানিক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বের করার জন্য তদন্ত চলছে। 

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ ও মেলান্দহ সার্কেল) সজল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, সন্দেহমূলকভাবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের সূত্র ধরে তদন্ত চলছে। 

উল্লেখ্য, জামালপুরের মেলান্দহ উপজেলায় গত শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত