Ajker Patrika

ত্রিশালে গোরস্থান থেকে দুই কবরের কঙ্কাল চুরি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০: ৩৬
ত্রিশালে গোরস্থান থেকে দুই কবরের কঙ্কাল চুরি

ময়মনসিংহের ত্রিশালের গোরস্থান থেকে দুটি কবরের কঙ্কাল চুরি হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পূর্ব বিয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে। কঙ্কাল দুটি উপজেলার বালিপাড়া ইউনিয়নের পূর্ব বিয়াড়া এলাকার আবুল কালাম ও মিলন বেগমের। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার সকালে গোরস্থানের দুটি কবরের মাটি খোঁড়া দেখতে পান। পরে দেখা যায়, কবর দুটিতে কোনো কঙ্কাল নেই। রমজান মাসে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে মিলন বেগমের স্বামী আক্কাস আলী বলেন, ‘আমি ঢাকায় থেকে কাঁচামাল বিক্রি করি। আমার স্ত্রী তিন বছর আগে মারা গেছে। তাঁর কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে গ্রামের বাড়ি আসি। এভাবে রাতের আঁধারে কঙ্কাল চুরির মতো ঘটনা আমাদের জন্য বিব্রতকর। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত