মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে ভাগবাড়ী এলাকার হাড়ি খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে আশপাশের বসতবাড়িসহ ফসলি জমি। বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ফরিদুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা। তবে উপজেলা প্রশাসন বলছে, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই খাল থেকে ৫ দিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন ঝাউগড়া এলাকার আনিছ ও বিল্লাল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে ফসলি জমি, বসত-বাড়ি। বালু উত্তোলনে নিষেধ করলে দেওয়া হচ্ছে উল্টো হুমকি।
সরেজমিন দেখা গেছে, খালে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। সেই বালু বিক্রিও করা হচ্ছে। গত বছরও বালু উত্তোলন করা হয় এই খাল থেকে। এখন খালপাড়ের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের শঙ্কায় রয়েছে। যেকোনো সময় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করবে।
এ নিয়ে জানতে চাইলে অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, ‘গত বছরও একই জায়গায় মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এতে আমার ৫ শতাংশ আবাদি জমি ধসে গেছে। এ বছর আবারও একই জায়গা থেকে বালু তোলা শুরু করেছে। এখন আমার বাড়িঘর সহ জমি ভাঙার আশঙ্কায় রয়েছে। খাল থেকে তাঁদের বালু তুলতে কয়েক বার না করেছি। তাঁরা এখন আমাদের উল্টো হুমকি দিচ্ছে।’
অন্যদিকে ড্রেজারের মালিক আনিছ বলেন, ‘কেনা জায়গা থেকে মাটি কাটছি। এখন কে কী অভিযোগ করল, না করল সেটা আমাদের দেখার বিষয় না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জামালপুরের মেলান্দহে ভাগবাড়ী এলাকার হাড়ি খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে আশপাশের বসতবাড়িসহ ফসলি জমি। বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ফরিদুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা। তবে উপজেলা প্রশাসন বলছে, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই খাল থেকে ৫ দিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন ঝাউগড়া এলাকার আনিছ ও বিল্লাল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে ফসলি জমি, বসত-বাড়ি। বালু উত্তোলনে নিষেধ করলে দেওয়া হচ্ছে উল্টো হুমকি।
সরেজমিন দেখা গেছে, খালে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। সেই বালু বিক্রিও করা হচ্ছে। গত বছরও বালু উত্তোলন করা হয় এই খাল থেকে। এখন খালপাড়ের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের শঙ্কায় রয়েছে। যেকোনো সময় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করবে।
এ নিয়ে জানতে চাইলে অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, ‘গত বছরও একই জায়গায় মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এতে আমার ৫ শতাংশ আবাদি জমি ধসে গেছে। এ বছর আবারও একই জায়গা থেকে বালু তোলা শুরু করেছে। এখন আমার বাড়িঘর সহ জমি ভাঙার আশঙ্কায় রয়েছে। খাল থেকে তাঁদের বালু তুলতে কয়েক বার না করেছি। তাঁরা এখন আমাদের উল্টো হুমকি দিচ্ছে।’
অন্যদিকে ড্রেজারের মালিক আনিছ বলেন, ‘কেনা জায়গা থেকে মাটি কাটছি। এখন কে কী অভিযোগ করল, না করল সেটা আমাদের দেখার বিষয় না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
২৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
২৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৩০ মিনিট আগে