Ajker Patrika

মাদারগঞ্জে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মাদারগঞ্জে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে সুমি (২৪) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ফটিয়ামারী এলাকায় নিজ থেকে ঘর থেকে এই মরদেহ তার উদ্ধার করা হয়। 

নিহত সুমি উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মোঘল শনির পালিত মেয়ে ও ফটিয়ামারী এলাকায় নির্মাণ শ্রমিক সুমনের স্ত্রী। তাদের ৩ বছরের একটি শিশু ছেলে রয়েছে। 

জানা গেছে, পাশের বাড়ির জোসনি নামের এক প্রতিবেশী প্রথমে ওই গৃহবধূর মরদেহ ফাঁসিতে ঝুলতে দেখেন। পরে নিহতের শাশুড়ি মাজেদা বেগমকে জানালে তিনি মরদেহ নামিয়ে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জামালপুর মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী সুমন পলাতক রয়েছেন। 

স্থানীয় জনপ্রতিনিধি হাসানুজ্জামান সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত