Ajker Patrika

ছাত্র ইউনিয়নের ইবির সভাপতি মাহমুদুল, সম্পাদক নুর

ইবি প্রতিনিধি
ছাত্র ইউনিয়নের ইবির সভাপতি মাহমুদুল, সম্পাদক নুর

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৮ তম কাউন্সিল হয়েছে। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলম সাধারণ সম্পাদক মনোনীত হন। 

আজ শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা। 

কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আহসান হাবীব রানা। ২৩ সদস্যের কমিটিতে অন্যরা হলেন, সহসভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম, সহ-সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, কোষাধ্যক্ষ আহমাদ গালিব। 

এছাড়া দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রীড়া সম্পাদক তানিম তানভীর, কার্যনির্বাহী সদস্য ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া। এ ছাড়া কমিটির আরও দুই পদ এখনো ফাঁকা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত