Ajker Patrika

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের

ভোট কেন্দ্রের বাইরে নিয়ন্ত্রণ ও কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে চুয়াডাঙ্গার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।

স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা গ্রামের ভেতরের রাস্তায় দাঁড়িয়ে বিএনপি-জামায়াতে ইসলামি ও বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছিল। আর কেন্দ্রে গেলে নৌকায় ভোট দিতে বলা হয়েছে। কয়েক জায়গায় বের করে দেওয়া হয় বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের।

বাঁকা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান অভিযোগ করেন, সুটিয়ায় তার এজেন্টদের বের করা দেওয়া হয়েছিল। প্রশাসন আসলে আওয়ামী লীগের লোকজন চলে যাচ্ছিল। তবে প্রশাসনের লোকজন চলে গেলে তারা আবার কেন্দ্রে এসে ঝামেলা শুরু করে। তারা নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে জোর করছিল। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের লোকজনের কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না।

পর্যবেক্ষণে এসে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, সার্বিকভাবে ভোট সুষ্ঠু হচ্ছে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেলা দেড়টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মেজর আহমেদ ও কামরুল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত