মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরির ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতে তাঁদের হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে মোংলা পশুর নদের পাড় থেকে তেলসহ তাঁদের আটক করে পুলিশ। এ সময় ১৮ ব্যারেল জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।
মোংলা-রামপাল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়ায় একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ একটি দল তেল (ডিজেল) চুরি করছে—এমন খবর আসে পুলিশের কাছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পশুর নদে অভিযানে নামেন। এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করে পুলিশ।
এ সময় সংঘবদ্ধ দলটি ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে হেলাল মৃধা (৩০) ও রনিকে (২৫) হাতেনাতে রাতে আটক করা হয়। তাঁদের বাড়ি মোংলা শহরের বালুর মাঠ ও কবরস্থান রোডের নতুন কলোনি এলাকায় বলে জানায় পুলিশ। পরে ট্রলারে তল্লাশি করে ১৮ ড্রাম জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, মোংলা দেশের একটি বৃহত্তর সমুদ্রবন্দর। বন্দরের বিভিন্ন বিদেশি জাহাজ থেকে মালামাল সরিয়ে নিতে কয়েকটি সিন্ডিকেট তৎপর। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত তেল (ডিজেল), গম, চাল, কয়লা, সারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
বাগেরহাটের মোংলায় বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরির ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতে তাঁদের হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে মোংলা পশুর নদের পাড় থেকে তেলসহ তাঁদের আটক করে পুলিশ। এ সময় ১৮ ব্যারেল জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।
মোংলা-রামপাল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়ায় একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ একটি দল তেল (ডিজেল) চুরি করছে—এমন খবর আসে পুলিশের কাছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পশুর নদে অভিযানে নামেন। এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করে পুলিশ।
এ সময় সংঘবদ্ধ দলটি ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে হেলাল মৃধা (৩০) ও রনিকে (২৫) হাতেনাতে রাতে আটক করা হয়। তাঁদের বাড়ি মোংলা শহরের বালুর মাঠ ও কবরস্থান রোডের নতুন কলোনি এলাকায় বলে জানায় পুলিশ। পরে ট্রলারে তল্লাশি করে ১৮ ড্রাম জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, মোংলা দেশের একটি বৃহত্তর সমুদ্রবন্দর। বন্দরের বিভিন্ন বিদেশি জাহাজ থেকে মালামাল সরিয়ে নিতে কয়েকটি সিন্ডিকেট তৎপর। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত তেল (ডিজেল), গম, চাল, কয়লা, সারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৮ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৮ মিনিট আগে