Ajker Patrika

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই দপ্তরে নতুন মুখ

ইবি প্রতিনিধি
শেখ মো. আব্দুর রউফ ও মো. সাহেদ হাসান। ছবি: সংগৃহীত
শেখ মো. আব্দুর রউফ ও মো. সাহেদ হাসান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুজন দপ্তরপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁদের নিয়োগ দিয়েছে ইবি প্রশাসন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এ দায়িত্ব পালন করবেন। দুজনই বিধি মোতাবেক এসব পদের সব সুবিধা পাবেন।

ইবি প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

নবনিযুক্ত তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’

নবনিযুক্ত পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ বলেন, ‘এ দায়িত্বকে একটি আমানতদারিতা মনে করছি। পরিবহনব্যবস্থাকে ছাত্রবান্ধব করার জন্য যা করা দরকার, সেটাই করার চেষ্টা করব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত