কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
দীর্ঘ ৪৯ দিন ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শুয়ে ছিলেন। চিকিৎসা দিতে গেলেও নিতেন না। শুধু খাবার ও পানি দিলে খেতেন। অবশেষে সেখানেই মারা গেলেন অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ্ব বয়সের সেই নারী। পরিচয় ছাড়াই দাফনও সম্পন্ন হলো। এই সময়টাতে তাঁর খাবারের জোগান ও দাফনের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শুক্রবার তাঁর দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা অজ্ঞাত ওই নারীকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। সে দিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু ৪৯ দিন যাবৎ তিনি তেমন কোনো চিকিৎসাসেবা নেননি। তবে খাবার আর পানি দিলে, তা খেয়ে আবারও শুয়ে থেকেছেন। এ ব্যাপারে তাঁকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
তাঁর মৃত্যুর বিষয়টি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘ ৪৯ দিন চিকিৎসাধীন অবস্থায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছিলেন ওই নারী। সেই থেকে তাঁর খাওয়াদাওয়াসহ ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে হঠাৎ মারা যান। এরপর ওনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোটচাঁদপুর থানাকে অবহিত করা হয়। তারপরও অজ্ঞাত ওই নারীর কোনো পরিচয় না পেয়ে শুক্রবার দুপুরে কোটচাঁদপুর কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিঠি দিয়ে ছিল। তবে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।’
দীর্ঘ ৪৯ দিন ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শুয়ে ছিলেন। চিকিৎসা দিতে গেলেও নিতেন না। শুধু খাবার ও পানি দিলে খেতেন। অবশেষে সেখানেই মারা গেলেন অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ্ব বয়সের সেই নারী। পরিচয় ছাড়াই দাফনও সম্পন্ন হলো। এই সময়টাতে তাঁর খাবারের জোগান ও দাফনের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শুক্রবার তাঁর দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা অজ্ঞাত ওই নারীকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। সে দিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু ৪৯ দিন যাবৎ তিনি তেমন কোনো চিকিৎসাসেবা নেননি। তবে খাবার আর পানি দিলে, তা খেয়ে আবারও শুয়ে থেকেছেন। এ ব্যাপারে তাঁকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
তাঁর মৃত্যুর বিষয়টি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘ ৪৯ দিন চিকিৎসাধীন অবস্থায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছিলেন ওই নারী। সেই থেকে তাঁর খাওয়াদাওয়াসহ ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে হঠাৎ মারা যান। এরপর ওনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোটচাঁদপুর থানাকে অবহিত করা হয়। তারপরও অজ্ঞাত ওই নারীর কোনো পরিচয় না পেয়ে শুক্রবার দুপুরে কোটচাঁদপুর কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিঠি দিয়ে ছিল। তবে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১৫ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে