Ajker Patrika

মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২২ মার্চ ২০২২, ২১: ২৬
মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান। তিনি মিরপুর কলেজের প্রভাষক। গত সেপ্টেম্বর মাসে রেলবাজার মার্কেটে বাজার করতে গিয়ে পকেটে থাকা তাঁর মোবাইল ফোনটি হারিয়ে যায়। 

এরপর ভেড়ামারা থানায় হারানো মোবাইলের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হাবিবুর রহমান। প্রায় ছয় মাস পর গতকাল সোমবার রাতে হারিয়ে যাওয়া ফোনটি হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। 

প্রভাষক হাবিবুর রহমান বলেন, ‘আমার ফোনটি আবার ফেরত পাব ব্যাপারটা অবিশ্বাস্য। ফোন ফিরে পাওয়ার ক্ষীণ আশা ও হারিয়ে যাওয়া ফোন দিয়ে কোনো অপরাধ যেন সংঘটিত না হয়, সে জন্য থানায় জিডি করেছিলাম। প্রায় ছয় মাস পর পুলিশ সেই ফোন উদ্ধার করে। পরবর্তী সময়ে ওসি (মজিবুর রহমান) আমার হাতে তুলে দিল। এটা সত্যিই অবিশ্বাস্য ও আনন্দের ব্যাপার।’ 

এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাবিবুর রহমান জিডি করার পর দায়িত্ববোধ থেকেই খুব গুরুত্বের সঙ্গে উদ্ধারে তৎপরতা চালাই। অবশেষে তাঁর হাতে ফোন তুলে দিতে পেরেছি।’ 

ওসি বলেন, ‘হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয় না—এমন ধারণা আমরা পাল্টে দিতে চাই। ক্রেতারা পুরোনো ফোন রেজিস্টার্ড দোকান থেকে বৈধ কাগজ নিয়ে যেন কেনে সেই অনুরোধ রইল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত