খুলনা প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে নগরীর বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতার ব্যানারে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের পর খুলনা সরকারি বিএল কলেজ, আজম খান কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, খুলনা সিটি কলেজ, খুলনা মহিলা কলেজসহ অন্তত এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি পালিত হয়।
আন্দোলনের খুলনা মহানগর সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সময় নির্ধারণ থাকলেও কোথাও কোথাও তা ১টার পরও চলে। তিনি আরও জানান, আগামী রোববার (৬ জুলাই) থেকে খুলনার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষিত থাকলেও ওই দিন পবিত্র আশুরার ছুটি থাকায় কর্মসূচি পেছানো হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৫ জুন) থেকে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে নগরীর গ্লাক্সোর মোড়ের কেএমপি সদর দপ্তর ঘেরাও করেন ছাত্র-জনতা। এভাবে কয়েক দিন কর্মসূচি পালন শেষে মঙ্গলবার (১ জুন) বিকেলে রূপসা সেতুর টোল প্লাজা দেড় ঘণ্টা ব্লকেড করা হয়। সেদিন ঘোষিত নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ এ বিক্ষোভ হয়।
আন্দোলনের সূত্রপাত ঘটে কেএমপির এসআই সুকান্তকে ছাত্র-জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে। পরে অবশ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এসআই সুকান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।
এ আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা কেএমপি কমিশনারবিরোধী কর্মসূচির সঙ্গে একমত নয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে নগরীর বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতার ব্যানারে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের পর খুলনা সরকারি বিএল কলেজ, আজম খান কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, খুলনা সিটি কলেজ, খুলনা মহিলা কলেজসহ অন্তত এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি পালিত হয়।
আন্দোলনের খুলনা মহানগর সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সময় নির্ধারণ থাকলেও কোথাও কোথাও তা ১টার পরও চলে। তিনি আরও জানান, আগামী রোববার (৬ জুলাই) থেকে খুলনার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষিত থাকলেও ওই দিন পবিত্র আশুরার ছুটি থাকায় কর্মসূচি পেছানো হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৫ জুন) থেকে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে নগরীর গ্লাক্সোর মোড়ের কেএমপি সদর দপ্তর ঘেরাও করেন ছাত্র-জনতা। এভাবে কয়েক দিন কর্মসূচি পালন শেষে মঙ্গলবার (১ জুন) বিকেলে রূপসা সেতুর টোল প্লাজা দেড় ঘণ্টা ব্লকেড করা হয়। সেদিন ঘোষিত নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ এ বিক্ষোভ হয়।
আন্দোলনের সূত্রপাত ঘটে কেএমপির এসআই সুকান্তকে ছাত্র-জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে। পরে অবশ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এসআই সুকান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।
এ আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা কেএমপি কমিশনারবিরোধী কর্মসূচির সঙ্গে একমত নয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মার্স টেক্সটাইল নামে একটি সুতা কারখানার শ্রমিকেরা। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েক শ শ্রমিক।
২৪ মিনিট আগেনওগাঁর রাণীনগরে জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমির ধান নষ্ট হয়। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৩৩ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অদ্রিবা (৮) ও তূর্য (৪) নামে দুই ভাইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অদ্রিবার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই হাসপাতালে ভাই তূর্যের মৃত্যু হয়।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ডিপ সি ডক এলাকা থেকে মোহাম্মদ সোহেল (৩০) নামে এক জাহাজশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান...
৪১ মিনিট আগে