Ajker Patrika

খুলনায় কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
আজ দুপুরে সিটি কলেজের পাশে খুলনা নগরীর রয়েলের মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আজ দুপুরে সিটি কলেজের পাশে খুলনা নগরীর রয়েলের মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে নগরীর বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতার ব্যানারে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের পর খুলনা সরকারি বিএল কলেজ, আজম খান কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, খুলনা সিটি কলেজ, খুলনা মহিলা কলেজসহ অন্তত এক ডজন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি পালিত হয়।

আন্দোলনের খুলনা মহানগর সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সময় নির্ধারণ থাকলেও কোথাও কোথাও তা ১টার পরও চলে। তিনি আরও জানান, আগামী রোববার (৬ জুলাই) থেকে খুলনার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষিত থাকলেও ওই দিন পবিত্র আশুরার ছুটি থাকায় কর্মসূচি পেছানো হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৫ জুন) থেকে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে নগরীর গ্লাক্সোর মোড়ের কেএমপি সদর দপ্তর ঘেরাও করেন ছাত্র-জনতা। এভাবে কয়েক দিন কর্মসূচি পালন শেষে মঙ্গলবার (১ জুন) বিকেলে রূপসা সেতুর টোল প্লাজা দেড় ঘণ্টা ব্লকেড করা হয়। সেদিন ঘোষিত নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ এ বিক্ষোভ হয়।

আন্দোলনের সূত্রপাত ঘটে কেএমপির এসআই সুকান্তকে ছাত্র-জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে। পরে অবশ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এসআই সুকান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি।

এ আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা কেএমপি কমিশনারবিরোধী কর্মসূচির সঙ্গে একমত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত