কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের নাম—নুরুল ইসলাম (৫০)। তিনি পেশায় একজন মোটর শ্রমিক। নুরুল ইসলাম উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
এর আগে একই সঙ্গে স্পিরিট পানে গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে।
এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ হয়ে মো. গঞ্জের আলী নামে আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং মো. কাশেম আলী মিলে স্পিরিট কিনে কাশেম আলীর মুদি দোকানে বসে এক বোতল পান করেন। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজন পুনরায় স্পিরিট পান করেন।
পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। এরপর আজ রোববার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। মো. গঞ্জের আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো একজন চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত স্পিরিট পান করার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের নাম—নুরুল ইসলাম (৫০)। তিনি পেশায় একজন মোটর শ্রমিক। নুরুল ইসলাম উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
এর আগে একই সঙ্গে স্পিরিট পানে গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁর সহযোগী কাশেম আলী (৪০) মারা যান। তিনি ইবি থানাধীন দুর্বাচারা গ্রামের নুর ইসলাম পটলের ছেলে।
এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ হয়ে মো. গঞ্জের আলী নামে আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বাচারা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের হামিদুল ডাক্তারের হোমিওপ্যাথি দোকান থেকে নুরুল ইসলাম এবং মো. কাশেম আলী মিলে স্পিরিট কিনে কাশেম আলীর মুদি দোকানে বসে এক বোতল পান করেন। এরপর ফাঁকা মাঠে গিয়ে গঞ্জের আলীসহ তিনজন পুনরায় স্পিরিট পান করেন।
পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান। এরপর আজ রোববার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যায়। মো. গঞ্জের আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো একজন চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর ভাষ্য, মাত্রাতিরিক্ত স্পিরিট পান করার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্পিরিট পানে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে