Ajker Patrika

কোটচাঁদপুরে ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

মাটি ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ভেঙে দিয়ে আলোচনায় উঠে এসেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবার। গতকাল রোববার স্থানীয় সিঙ্গিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছর পুকুর কাটার জন্য মাটি বিক্রির চুক্তি হয় জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের। ওই সময় তাঁদের টাকাও দেওয়া হয়। তবে মাটি কাটার আগেই বৃষ্টি শুরু হয়। এতে পুকুর খনন না করে ভেকু নিয়ে চলে যান তাঁরা। চুক্তি অনুযায়ী এ বছর জাহাঙ্গীর হোসেনের মাটি কাটার কথা। তাই গতকাল পুকুর দেখতে যান তিনি। ওই সময় দেখতে পান তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন ভেকু নামিয়ে পুকুরের মাটি কাটছে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা জাহাঙ্গীর হোসেনকে মারতে থাকেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করেন। পরে তাঁকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, গত বছর পুকুরের মাটি বিক্রির করার জন্য তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে চুক্তি হয়। টাকাও দেওয়া হয়েছে। সে অনুযায়ী এ বছর আমার মাটি কাটার কথা ছিল। গতকাল পুকুর দেখতে এসে চোখে পড়ে সারি মাটি টানা ট্রলার এবং পুকুরের মাটি কাটছে ২টি ভেকু। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গালিগালাজ শুরু করেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। একপর্যায়ে তোয়াজ উদ্দিন, তাঁর ছেলে পারভেজ, ভাইপো রয়েলসহ বেশ কয়েক আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

পাল্টা অভিযোগ করেছেন তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবার। তাঁরা বলেন, গত বছর মাটি কাটার জন্য চুক্তি করা হয়। যা এক মাসের মধ্যে সম্পন্ন করার কথা। কিন্তু চুক্তি মোতাবেক কাজ শেষ করতে পারিনি। এতে করে আমাদের দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে, জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মাটি নিয়ে কোনো চুক্তি ছিল না। চুক্তি হয়ে ছিল ভাটা মালিক সাত্তার মিয়ার সঙ্গে। জাহাঙ্গীর হোসেন ও তাঁর লোকজন আমার কাছে চাঁদা দাবি করতে এসেছিল। চাঁদা না পেয়ে মারতে যায়। এ সময় ধস্তাধস্তিতে হয়তো তার হাত-পা ভেঙে যেতে পারে। 

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। তদন্তাধীন রয়েছে। অন্যদিকে, অভিযুক্তরাও থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেছেন। 

উল্লেখ্য, ২০২১ সালের প্রথম দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কোটচাঁদপুর থানা-পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবার। পরে পুলিশের গায়ে হাতও তোলেন তাঁরা। এ ছাড়া গত ৩০ ডিসেম্বর তাঁদের একটি জমি নিয়ে সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার হন গণমাধ্যমকর্মী রমজান খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত