Ajker Patrika

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাল ইবির জিয়া পরিষদ

ইবি প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬: ৪২
সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাল ইবির জিয়া পরিষদ

অনতিবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। আজ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রক্তস্নাত গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পলায়নের মাধ্যমে ছাত্র-জনতার বহুল প্রতীক্ষিত বিজয় অর্জিত হয়েছে। দীর্ঘদিন পর যেন মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে পুরো জাতি আজ আবেগে উদ্বেলিত। জুলুম-নির্যাতন ও ত্রাসের কালো মেঘ কেটে একদিকে যেমন জনমনে জেগেছে স্বস্তির সুবাতাস, অন্যদিকে স্বৈরাচারী শক্তি বহু রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়কে পুনরায় নস্যাৎ করতে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নানা ষড়যন্ত্রে লিপ্ত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ছাত্র-জনতার রক্তস্নাত গণ-অভ্যুত্থানে অর্জিত এই গণবিজয়কে কোনো কুচক্রীমহল যেন নস্যাৎ করতে না পারে, সে জন্য শোক ও স্বস্তির জাতীয় এই সন্ধিক্ষণে সবাইকে সজাগ থেকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আমাদের পক্ষ থেকে উদাত্ম আহ্বান জানাই।’

একই সঙ্গে বিবৃতিতে আহতদের সুচিকিৎসা এবং বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি যত্নবান হয়ে দ্রুত সকল হত্যা, ক্ষয়ক্ষতি ও নৈরাজ্যের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত