Ajker Patrika

ঝিনাইদহে শ্রেণিকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষকের

প্রতিনিধি, ঝিনাইদহ
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৮
ঝিনাইদহে শ্রেণিকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষকের

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

স্থানীয়রা বলেন, সকালে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশের খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওই দিন আর বাড়িতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। এমনকি তাঁর ফোন বন্ধ ছিল। 

বাবলু মিয়া বলেন, আমার জানামতে পারিবারিক কোন কলহ ছিল না।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় শ্রেণিকক্ষ থেকে নজরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কী কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে বলতে পারব না। তবে তিনি বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। তাঁর আচরণ দেখে আমাদের মনে হয়েছে সে মানসিক রোগে ভুগছিলেন। সে কেন আত্মহত্যা করেছে পুলিশ তদন্ত করলেই জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা জানান, যে কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত