Ajker Patrika

রামপালে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৬

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৬

রামপালে ফিরোজ শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার কাষ্টবাড়ীয়া এলাকায় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামপাল সদর ইউনিয়নের কাষ্টবাড়ীয়া এলাকার মৃত আরশাদ আলী শেখের ছেলে মো. ফিরোজ শেখ ওই ইউনিয়নেরই সাবেক চেয়ারম্যান মো. জামিল হাসানকে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কাদিরখোলার বাড়িতে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ফিরোজ কড়ইবাড়িয়া বায়তুশ শরফ জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে সেখানে অবস্থান নিয়ে থাকা শ্রীকলস এলাকার বেল্লাল ব্যাপারী ও তাঁর ছেলে বাকী ব্যাপারী এবং শাহাজান ব্যাপারী, ফারুক ব্যাপারী, হেমায়েত মোল্লা, মোশা মোল্লাসহ ৩৫ থেকে ৪০ জন লোক তাঁর পথ রোধ করে। চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায়ই পিটিয়ে রাস্তায় ফেলে দেয় তাঁকে। এর পর ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপাতে থাকে তারা। মাথায় তিন থেকে চারটি কোপ লেগে তখন মাথার মগজ/ঘিলু বের হয়ে যায়। এ সময় তাঁর হাত ও পা ভেঙে মাটিতে ফেলে রাখেন হামলাকারীরা। তাঁর মোটরসাইকেলটিও ভেঙে ডোবায় ফেলে দেয় হামলাকারীরা। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাঁদের সেখানে যেতে দেয়নি।

ঘটনাস্থলে পড়ে থাকায় ফিরোজ শেখের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়। হামলা ঠেকাতে গিয়ে আলী আকবর নামের এক ব্যক্তিও গুরুতর আহত হন। পরে টহলে থাকা পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে বেলা সাড়ে ১২টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত খুলনায় পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

খবর পেয়ে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় শ্রীকলস এলাকার ডাবলু শেখ (২৮), ইউনুছ শেখ (৩০), সিরাজ শেখ (৫৪), কাষ্টবাড়ীয়া এলাকার ফজলুর রহমান শেখ (৪০) ও এনছান উদ্দিনকে (৬০) আটক করা হয়।

এদিকে ফিরোজ শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত লোকজন ইনাম শেখের দোকানসহ তিনটি বাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সন্ধ্যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামছুউদ্দীন বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত