Ajker Patrika

বাগেরহাটে দিনমজুর হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি
দণ্ডপ্রাপ্ত হাসিব সরদার। ছবি: আজকের পত্রিকা
দণ্ডপ্রাপ্ত হাসিব সরদার। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দিনমজুর মফিজ সরদার হত্যা মামলায় হাসিব সরদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন। তিনি মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।

মফিজ সরদার পেশায় কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন। ২০২০ সালের ১২ আগস্ট, মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। আসামিরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে তিনি মারা যান। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার সাক্ষী ছিলেন। সেই মামলার জেরে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের দুদিন পর, ১৪ আগস্ট মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার এসআই আব্দুল কাদের ২০২০ সালের ৩১ অক্টোবর হাসিব সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুব মোর্শেদ লালন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত