কুষ্টিয়া প্রতিনিধি
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ায় মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের রাজার হাট মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মিছিল নিয়ে শহরের এনএস রোড ধরে মজমপুরে অবস্থিত পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন।
সমাবেশে বিভিন্ন অভিযোগ তুলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমানকে অপসারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি স্থগিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগর পেটোয়া বাহিনী হামলা চালিয়েছে। এর জবাব দিতে হবে। এরই প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।’
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে কুষ্টিয়া পুলিশের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। পুলিশ তাদের সীমাবদ্ধতার কথা বলে। আর এই সুযোগে ফ্যাসিস্টরা আরামে বাড়িতে ঘুমাচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘সাধারণ মানুষ অভিযোগ নিয়ে গেলে সদর থানার ওসি মামলা নেন না। ব্যবস্থাও নেন না। আমরা তাঁর অপসারণ দাবি করেছি। ওসি শুধু নির্দিষ্ট একটি দলের কথা শোনেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (বিক্ষোভকারী) দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ায় মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের রাজার হাট মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মিছিল নিয়ে শহরের এনএস রোড ধরে মজমপুরে অবস্থিত পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন।
সমাবেশে বিভিন্ন অভিযোগ তুলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমানকে অপসারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি স্থগিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগর পেটোয়া বাহিনী হামলা চালিয়েছে। এর জবাব দিতে হবে। এরই প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।’
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে কুষ্টিয়া পুলিশের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। পুলিশ তাদের সীমাবদ্ধতার কথা বলে। আর এই সুযোগে ফ্যাসিস্টরা আরামে বাড়িতে ঘুমাচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘সাধারণ মানুষ অভিযোগ নিয়ে গেলে সদর থানার ওসি মামলা নেন না। ব্যবস্থাও নেন না। আমরা তাঁর অপসারণ দাবি করেছি। ওসি শুধু নির্দিষ্ট একটি দলের কথা শোনেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (বিক্ষোভকারী) দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪১ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে