Ajker Patrika

শাহীনের পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি আনারের মেয়ে ডরিনের

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৪, ১৬: ২৯
শাহীনের পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি আনারের মেয়ে ডরিনের

ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলীয় নেতা–কর্মীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরে তাঁর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

পরে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নেতা–কর্মীরা। উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ প্রমুখ। 

এ সময় মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক, সঙ্গে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন, খেলা করত। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে আমার বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।’ 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘জানতে পেরেছি, হয়তো আগামীকালের মধ্যে আনারের মৃতদেহের তথ্য জানা যাবে। তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই দলীয় কর্মসূচি দেওয়া হবে।’ 

এমপি আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে নেতা–কর্মীরাসদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ‘আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে, সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।’

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত