Ajker Patrika

ফকিরহাটে ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

কাটাখালী হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকার রাত আনুমানিক ৩টার দিকে লখপুর পৌঁছায়। এ সময় খুলনাগামী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। 

জানা গেছে, নিহত প্রাইভেটকার চালক আলমগীর চাঁদপুরের নূরনগর এলাকার আহসান উল্লাহর ছেলে।  

হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আর বাসটিও ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।  

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত