Ajker Patrika

তিন দিনেও উদ্ধার হয়নি খুমেক থেকে চুরি হওয়া নবজাতক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
তিন দিনেও উদ্ধার হয়নি খুমেক থেকে চুরি হওয়া নবজাতক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের দিনমজুর তোরাব আলী রানিমা বেগম দম্পতির চুরি হওয়া নবজাতকটি তিন দিনেও উদ্ধার হয়নি। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়।

এদিকে শিশুটিকে হারিয়ে তার মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দাবি কোনো সংঘবদ্ধ চোর চক্র হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যদের সামনে থেকে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। দরিদ্র দিনমজুর বলে তাঁদের সন্তান উদ্ধারে কারও মাথা ব্যথা নেই।

শিশুটির বাবা তোরাব আলী বলেন, ‘গত সোমবার খুমেক হাসপাতালে তাঁর স্ত্রী একটি পুত্রসন্তান জন্ম দেন। পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য এক গাড়িচালক উজ্জ্বলের সঙ্গে ভাড়া নিয়ে কথা হয়। ভাড়া নিয়ে দর–কষাকষির একপর্যায়ে চালক উজ্জ্বল ও তাঁর সহযোগীরা আমার শ্যালক ও শ্বশুরকে মারধর করেন। এ সময় হুড়োহুড়ির মধ্যে রানিমা বেগমের ছোট বোন সোনিয়ার কোলে থাকা শিশুটিকে অজ্ঞাতপরিচয় এক নারী কোলে নিয়ে কৌশলে পালিয়ে যান। ঘটনার পর সেই চালক ও হামলাকারীদেরও পাওয়া যাচ্ছে না।’

হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, নবজাতক চুরির ঘটনায় আবাসিক কর্মকর্তা সুহাস রঞ্জন হালদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও কর্তব্যে গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির খোঁজ নেওয়ার ব্যাপারে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক বলেন, ‘শিশু চুরির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্রের দুজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। শিশুটি উদ্ধারে পুলিশ ও র‍্যাব-৬ যৌথ অভিযান চালানো হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত