Ajker Patrika

মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী-সন্তান 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২: ৪৯
মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী-সন্তান 

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও সন্তান। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনীপাড়া সৈয়দ মাসুদ রুমী সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা কুষ্টিয়া সদর উপজেলার মটপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার আনোয়ার হোসেন (৩৫) তাঁর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও মেয়ে তাইবাকে (৩) নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সন্ধ্যায় সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল দিয়ে প্রায় ১০ হাত সামনে এগোতেই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তানিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তানিয়ার স্বামী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার রাতে মরদেহ হস্তান্তর করা হয়।  ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

আনোয়ার হোসেন বলেন, ‘স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। সেতুর টোল দিয়ে ১০ হাত সামনে যেতেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী মারা যান। আমি ও আমার মেয়ে হালকা আঘাত পেয়েছি।’

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় বলেন, ‘ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত