Ajker Patrika

রাস্তায় পড়ে ছিল ২ মোটরসাইকেল আরোহীর মরদেহ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
রাস্তায় পড়ে ছিল ২ মোটরসাইকেল আরোহীর মরদেহ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় রাস্তা থেকে দুই মোটরসাইকেল আরোহী মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ বুধবার দুপুরের পর মরদেহ দুটি উদ্ধার করে  করে পুলিশ।

নিহত দুজন হলেন—উপজেলার কাকডাঙ্গা গ্রামের সরদার মোজাহার আলীর ছেলে শাকিব সরদার (২০) ও একই গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২০)। শাকিব সরদার চিংড়ি মাছের ব্যবসা এবং সাদিক সরদার মিনারেল পানির ব্যবসা করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা বলেন, বুধবার দুপুর ২টার দিকে শাকিব ও সাদিক কাকডাঙ্গা নিজ বাড়ি থেকে রূপসার কাজদিয়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এর কিছু সময় পর তাঁদের দুজনকে খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা এলাকার রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশ ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের কোনো পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে গেছে তা জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক অজ্ঞাত গাড়িকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত