কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পল্লিচিকিৎসক লুৎফর রহমান সাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এই রায় ঘোষণা করেন। ২০১৭ সালের ১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে এই হত্যাকাণ্ড ঘটে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন, এখলাস হোসেন, মুরাদ আলী, মাহাবুল হোসেন, রাশেদুল ইসলাম, ওয়াসিম, রফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি মিরপুরের আমবাড়িয়া গ্রামে। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরশ আলী নামের এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ জানুয়ারি দুপুরে মোটরসাইকেলে করে আলমডাঙ্গায় যাওয়ার জন্য লুৎফর রহমান সাবু ও তাঁর ছোট ভাই হাবিবুর রহমান বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় লুৎফর রহমানের মোবাইল ফোনে কল এলে তিনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে চলে যান। কিছু সময় পর হাবিবুর রহমান বাইরে গিয়ে দেখতে পান, আমবাড়িয়া কবরস্থানের সামনে আসামি মশিউর রহমান মিলনের হুকুমে অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে লুৎফর রহমানকে কুপিয়ে পালিয়ে যাচ্ছেন। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।
ঘটনার পরদিন নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মিলনসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা করেন।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালতে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
কুষ্টিয়ায় পল্লিচিকিৎসক লুৎফর রহমান সাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এই রায় ঘোষণা করেন। ২০১৭ সালের ১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে এই হত্যাকাণ্ড ঘটে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন, এখলাস হোসেন, মুরাদ আলী, মাহাবুল হোসেন, রাশেদুল ইসলাম, ওয়াসিম, রফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি মিরপুরের আমবাড়িয়া গ্রামে। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরশ আলী নামের এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ জানুয়ারি দুপুরে মোটরসাইকেলে করে আলমডাঙ্গায় যাওয়ার জন্য লুৎফর রহমান সাবু ও তাঁর ছোট ভাই হাবিবুর রহমান বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় লুৎফর রহমানের মোবাইল ফোনে কল এলে তিনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে চলে যান। কিছু সময় পর হাবিবুর রহমান বাইরে গিয়ে দেখতে পান, আমবাড়িয়া কবরস্থানের সামনে আসামি মশিউর রহমান মিলনের হুকুমে অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে লুৎফর রহমানকে কুপিয়ে পালিয়ে যাচ্ছেন। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।
ঘটনার পরদিন নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মিলনসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা করেন।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালতে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে