কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইন্তি (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘দীর্ঘ ১০-১১ বছর যাবৎ আমি ট্রেনচালক আজিজ বিশ্বাসের বাসায় ভাড়া থাকি। নাজমুল হোসেন (মুন্না) ওই ড্রাইভারের জামাই। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক। ইন্তি রহমান (২০) ওই পুলিশের ছেলে। দীর্ঘদিন এক বাসায় থাকার সুবাদে তাঁদের সঙ্গে সুসম্পর্ক ছিল।
‘এ সুযোগে ইন্তি আমার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে মেয়েকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করে। ভয়ে মেয়ে এত দিন আমাকে কিছুই বলেনি। কিন্তু মঙ্গলবার রাতে ইন্তি ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে দেয়।’
‘বিষয়টি আমার মামাতো বোন লিমা খাতুনের নজরে আসে। তিনি আমার স্ত্রীকে জানান। স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমি ওইদিন রাতেই প্রথমে স্থানীয় কাউন্সিলরের কাছে যাই। এরপর কোটচাঁদপুর থানায় গিয়ে অভিযোগ করি।’
ছাত্রীর বাবা আরও বলেন, ‘অভিযোগ পেয়ে ওই রাতেই থানার উপপরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন ও সহকারী উপরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে আসেন। অভিযুক্ত ইন্তিকে ধরার চেষ্টা করেন। তবে ইন্তি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেছিল। পুলিশ তখন বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এরপর ইন্তি ঘরের দরজা ভেঙে কৌশলে পালিয়ে গেছে।’
এ ব্যাপারে ইন্তির বাবা নাজমুল ইসলাম (মুন্না) বলেন, ‘এটা একটা সাজানো নাটক। বাদী পক্ষের সঙ্গে বিরোধ ছিল। সেই জেরে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। আমি আইনের লোক। আইন অমান্য করা ঠিক হবে না। এ কারণে আমি নিজে ছেলেকে থানায় সোপর্দ করতে যাচ্ছি। পরে সত্য মিথ্যা—পরে যা হয় হবে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত অভিযোগ আকারে আছে। বিকেল ৫টার মধ্যে মূল আসামি হাজির না হলে, মামলাটি নথিভুক্ত করা হবে। মুরাদকে সহযোগী হিসেবে ধরা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল কোটচাঁদপুর ধর্ষণের শিকার হন ৪র্থ শ্রেণির এক ছাত্রী। মেয়েটি মাঠে ঘাস কাটতে ঘাস কাটতে গেলে তাঁর ফুপা তাঁকে ধর্ষণ করে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইন্তি (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘দীর্ঘ ১০-১১ বছর যাবৎ আমি ট্রেনচালক আজিজ বিশ্বাসের বাসায় ভাড়া থাকি। নাজমুল হোসেন (মুন্না) ওই ড্রাইভারের জামাই। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক। ইন্তি রহমান (২০) ওই পুলিশের ছেলে। দীর্ঘদিন এক বাসায় থাকার সুবাদে তাঁদের সঙ্গে সুসম্পর্ক ছিল।
‘এ সুযোগে ইন্তি আমার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে মেয়েকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করে। ভয়ে মেয়ে এত দিন আমাকে কিছুই বলেনি। কিন্তু মঙ্গলবার রাতে ইন্তি ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে দেয়।’
‘বিষয়টি আমার মামাতো বোন লিমা খাতুনের নজরে আসে। তিনি আমার স্ত্রীকে জানান। স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমি ওইদিন রাতেই প্রথমে স্থানীয় কাউন্সিলরের কাছে যাই। এরপর কোটচাঁদপুর থানায় গিয়ে অভিযোগ করি।’
ছাত্রীর বাবা আরও বলেন, ‘অভিযোগ পেয়ে ওই রাতেই থানার উপপরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন ও সহকারী উপরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে আসেন। অভিযুক্ত ইন্তিকে ধরার চেষ্টা করেন। তবে ইন্তি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেছিল। পুলিশ তখন বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এরপর ইন্তি ঘরের দরজা ভেঙে কৌশলে পালিয়ে গেছে।’
এ ব্যাপারে ইন্তির বাবা নাজমুল ইসলাম (মুন্না) বলেন, ‘এটা একটা সাজানো নাটক। বাদী পক্ষের সঙ্গে বিরোধ ছিল। সেই জেরে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। আমি আইনের লোক। আইন অমান্য করা ঠিক হবে না। এ কারণে আমি নিজে ছেলেকে থানায় সোপর্দ করতে যাচ্ছি। পরে সত্য মিথ্যা—পরে যা হয় হবে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত অভিযোগ আকারে আছে। বিকেল ৫টার মধ্যে মূল আসামি হাজির না হলে, মামলাটি নথিভুক্ত করা হবে। মুরাদকে সহযোগী হিসেবে ধরা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল কোটচাঁদপুর ধর্ষণের শিকার হন ৪র্থ শ্রেণির এক ছাত্রী। মেয়েটি মাঠে ঘাস কাটতে ঘাস কাটতে গেলে তাঁর ফুপা তাঁকে ধর্ষণ করে।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে