শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মেহগনি বাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ছানুয়ার কাজী (৬৫)। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ, ছানুয়ারকে কেউ হত্যা করে লাশ গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে।
ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল।
ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন বলেন, ‘আমার বাবা সহজ সরল মানুষ ছিলেন। তিনি রামচন্দ্রপুর বাজারে দোকানে থাকতেন। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। কেউ মেরে তাঁকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি জানাই।’
ছানুয়ার ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সকাল ৬টার দিকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, মেহগনি বাগানের মধ্যে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি, সেটি আমার কাকার লাশ। তাঁর পা মাটিতে লুটিয়ে আছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে। আমার কাকা বেশির ভাগ সময় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানে থাকতেন। কেউ তাঁকে অন্য কোথাও হত্যা করে গাছে বেঁধে রেখে গেছেন। এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে ওসি ঠাকুর দাস মণ্ডল বলেন, ‘ছানুয়ার কাজী একজন সংসার ত্যাগী মানুষ। রামচন্দ্রপুর বাজারে চেয়েচিন্তে খেতেন এবং বাজারেই অবস্থান করতেন। তাঁর শক্র আছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা।’
ঝিনাইদহের শৈলকুপায় মেহগনি বাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ছানুয়ার কাজী (৬৫)। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ, ছানুয়ারকে কেউ হত্যা করে লাশ গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে।
ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল।
ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন বলেন, ‘আমার বাবা সহজ সরল মানুষ ছিলেন। তিনি রামচন্দ্রপুর বাজারে দোকানে থাকতেন। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। কেউ মেরে তাঁকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি জানাই।’
ছানুয়ার ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সকাল ৬টার দিকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, মেহগনি বাগানের মধ্যে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি, সেটি আমার কাকার লাশ। তাঁর পা মাটিতে লুটিয়ে আছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে। আমার কাকা বেশির ভাগ সময় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানে থাকতেন। কেউ তাঁকে অন্য কোথাও হত্যা করে গাছে বেঁধে রেখে গেছেন। এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে ওসি ঠাকুর দাস মণ্ডল বলেন, ‘ছানুয়ার কাজী একজন সংসার ত্যাগী মানুষ। রামচন্দ্রপুর বাজারে চেয়েচিন্তে খেতেন এবং বাজারেই অবস্থান করতেন। তাঁর শক্র আছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১০ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে