Ajker Patrika

জনসমুদ্রে পরিণত হয়েছে খুলনার শিববাড়ী

খুবি প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৪: ০৩
জনসমুদ্রে পরিণত হয়েছে খুলনার শিববাড়ী

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে অসহযোগ আন্দোলন জনসমুদ্রে রূপ নিয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকেই খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে সমবেত হতে থাকেন হাজার হাজার শিক্ষার্থী। তাঁদের সঙ্গে যোগ দেন অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

এ সময় খুলনার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিববাড়ী মোড়ে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 

আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এক বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ী মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। শিববাড়ীতে এ সময় হাজার হাজার মানুষের ঢল নামতে দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম বাড়তে থাকে। 

এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাথায় লাল কাপড়, হাতে পতাকা দেখা যায়। আন্দোলনকারীরা’ দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ,’ ‘আমার ভাই মরল কেন, ‘শেখ হাসিনা জবাব দে’ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর শিববাড়ী মোড়। 

খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে শিক্ষার্থীদের সমবেত। ছবি: আজকের পত্রিকাআন্দোলনে ফয়সাল আলম নামে এক শিক্ষার্থী বলেন, ‘অনেক হয়েছে আর না। এখন আমাদের একটাই দাবি, এই স্বৈরাচার সরকারের পদত্যাগ। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই অসহযোগ আন্দোলন চলতে থাকবে।’ 

আন্দোলনে আসা এক অভিভাবক বলেন, ‘আমি আর ঘরে বসে থাকতে পারিনি। আমার সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এখানে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও সঙ্গে আছি। এই সরকারের এত অত্যাচার আর সহ্য করা যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত